বিগত কয়েকমাস থেকে মুগ্ধবাংলার নতুন সিস্টার সাইট বানানোর পরিকল্পনা করছিলাম এবং সেইমতো মগ্নপাঠক নামের একটি নতুন সাইট লঞ্চ করি যার শুভারম্ভ হল আজ পয়লা বৈশাখ থেকে। এই সাইটটি মুগ্ধবাংলার রিডিং রুম সেকশানের আদলে অনলাইন বাংলা অনুদিত কমিকস পড়ার জন্য। অনেকেরই মনে হতে পারে, মুগ্ধবাংলাতে তো রিডিংরুম রয়েছেই, তাহলে আরেকটি সাইট কেন? আসলে, কিছু কিছু কমিকস, মুগ্ধবাংলাকে যেরূপে তৈরি করেছি, সবার জন্য, তার পরিপন্থী। কিছু প্রাপ্তবয়স্কদের কমিকস মুগ্ধবাংলায় দিতে অস্বস্তি হয়। কিছুদিন আগে "এক রমনী বটে" কমিকস দেওয়ার সময় এটা আমার মনে হয়েছিল। তখন থেকেই মগ্নপাঠকের পরিকল্পনা মাথায় ঘুরঘুর করছিল। মগ্নপাঠক সাইটটিকে প্রাথমিকভাবে, পুরোপুরি পেইড হিসাবে বানিয়েছি। অর্থাৎ মগ্নপাঠকের সদস্যদের অন্তত একবার পেমেন্ট করতেই হবে। পেইড ইউজার হয়ে যাবার পর, সেই সদস্য যে কোনো কমিকসের যে কোনো পর্বের ফ্রি পেজগুলি বিনা ক্রেডিটে পড়তে পারবেন। প্রতিটি নন-অ্যাডাল্ট কমিকসের প্রচ্ছদসহ প্রথম তিনটি পাতা এবং অ্যাডাল্ট কমিকসের প্রথম পাতা অর্থাৎ প্রচ্ছদ বিনা ক্রেডিটে দেখতে পারবেন। যেহেতু ভারতের বাইরে থেকে পেমেন্ট করা প্রায় অসম্ভব, তাই ভারতের বাইরের কেউ দয়া করে এখানে রেজিস্টার করবেন না। পেমেন্ট করার মাত্র একটি অপশন-ইউপিআই এবং প্রতি ১০/-টাকার জন্য ২০০ক্রেডিট পাওয়া যাবে যা মুগ্ধবাংলায় প্রাপ্ত ক্রেডিটের চেয়ে সামান্য বেশি। তবে মুগ্ধবাংলার সমস্ত কমিকসই এখানে পেজ বাই পেজ রিড করতে পারবেন, তবে ডাউনলোডের কোনো লিঙ্ক এতে নেই। আবার মগ্নপাঠক এক্সক্লুসিভ অ্যাডাল্ট কমিকসগুলি মুগ্ধবাংলায় প্রকাশিত হবে না। সেইসঙ্গে মুগ্ধবাংলা রিডিং রুমে নতুন কোনো অ্যাডাল্ট মার্কড সিরিজ আর এড হবে না, যেগুলি আছে, সেগুলি অবশ্য শেষ করা হবে। অ্যালডেবরানের পরবর্তী সিরিজগুলিও মুগ্ধবাংলায় অবশ্যই আসবে, কারণ ওগুলির সেন্সর্ড ভার্সন রয়েছে।
সবশেষে, যাঁরা ভারতবর্ষের বাইরে আছেন আর মগ্নপাঠকে যোগ দিতে পারবেন না বলে আমার উপর রাগ করছেন, তাদের বলি, রাগ করবেন না। খুব শীঘ্রই মগ্নপাঠকে অন্য দেশের সদস্যরাও ক্রেডিট যোগাড়ের সুবিধা পাবেন। তবে সেই সিস্টেম এখনও এড করিনি। যেদিন করব, এখানে ঘোষণা করব, তখন আপনারা রেজিস্টার করবেন। সকলকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।
মুগ্ধবাংলার নতুন সাথী মগ্নপাঠক
15th April, 2022 4:48 PM
Comments
No Comments!